Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 

অদ্য ২৮/০৪/২০১৩খ্রি:রোজ রবিবার ৩নং বুড়িঘাট ইউ,পি কার্য্যালয়ের এপ্রিুল/২০১৩ খ্র্রি:মাসের মাসিক সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় সভায় সভাপতিত্ব করেন বাবু প্রমোদ খীসা চেয়ারম্যান।

নিম্নে সভায় উপস্থিত সদস্য /সদস্যা মন্ডলীর নাম ও স্বাক্ষর দেওয়া গেল।

১। কাজলী ত্রিপুরা ইউ,পি সদস্যা১নং আসন

২। বিলকিছ বেগমইউ,পি সদস্যা২নং আসন

৩। কল্পনা চাকমা ইউ,পি সদস্যা৩নং আসন

৪। জহিরুল ইসলাম ইউ,পি সদস্য ১নংওয়ার্ড

৫। আব্দুস সালাম ইউ,পি সদস্য ২নংওয়ার্ড

৬। আনন্দ চাকমা ইউ,পি সদস্য ৩নংওয়ার্ড

৭। অংশাপ্রু মারমা ইউ,পি সদস্য ৪নংওয়ার্ড

৮। বাবুল সর্দার ইউ,পি সদস্য ৫নংওয়ার্ড

৯। শফিউল ইসলাম ইউ,পি সদস্য ৬নংওয়ার্ড

১০। ভাগ্যচন্দ্র তালুকদার ইউ,পি সদস্য ৭নংয়ার্ড

১১। পুরুরঞ্জন চাকমা ইউ,পি সদস্য ৮নংওয়ার্ড

১২। রঞ্জন বিকাশ চাকমা ইউ,পি সদস্য ৯নংওয়ার্ড

সভার আলোচ্যসূচী:-

১। আসন্ন হাইসাওয়া (২০১২-২০১৫)কর্মসূচীতে অন্তভূক্তির জন্য ইউনিয়ন পরিষদের আবেদন সম্পকে আলোচনা।

সভার প্রারম্ভে সভাপতি সাহেব সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্য্যক্রম শুরু করেন।অত:পর বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য সভা আহব্বান জানান।

১নং আলোচনায় বাবু ভাগ্যচন্দ্র তালুকদার মেম্বার,৭নং ওয়ার্ড আসন্ন হাইসাওয়া (২০১২-২০১৫)কর্মসূচীতে ৩নং বুড়িঘাট ইউ,পিকে অর্ন্তভূক্তি বিষয়ে ও এলাকার হাইজিন পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত উন্নয়ন সম্পকে সভায় বিশদ আলোচনা করেন।আলোচনায় ইউনিয়নেরহাইজিন পানি সরবরাহ ও স্যানিটেশন পরিস্থিতির উন্নয়নসহ নারী,দরিদ্র,হতদরিদ্র ও প্রতিবন্ধীদের উন্নয়ন প্রয়োজন বলে উপস্থিত সকল সদস্যগন মত প্রকাশ করেন। বর্তমানে, হাইজিন, পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত পয্যাপ্ত বরাদ্দ না থাকায় ইউ,পি এলাকা উন্নয়ন করা সম্ভব হচ্ছে না বলে সভায় অভিমত প্রকাশ করা হয়।

এমতাবস্থায় ইউনিয়ন এলাকা উন্নয়ন তথ্য হাইজিন পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত উন্নয়ন লক্ষ্যে হাইসাওয়ার সহিত সমঝোতা স্বাক্ষর করার জন্য চেয়ারম্যান সাহেবকে সভায়  সর্ব সম্মতিক্রমে অনুরোধ জানানো হইল।

অতএব সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

 

                                                                                                           (প্রমোদ খীসা)

                                                                                                            চেয়ারম্যান

                                                                                                       ৩নংবুড়িঘাট ইউ,পি

                                                                                                      নানিয়ারচর,রাঙ্গামাটি

 

 

স্মারকনং-ইউ,পি,বুড়ি৩/২০১৩-৫০ তাং-২৮-০৪-২০১৩খ্রি: সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরিত হইল।

১।উপজেলা চেয়ারম্যান

নানিয়ারচর,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২।উপজেলা নির্বাহী অফিসার,

নানিয়ারচর,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৩।ব্যবস্থাপনা পরিচালক

হাইসাওয়া,চাকলাদার হাউজ,(লেভেল-৭)

বাড়ি-২২রোড১১৩/এগুলশান-২

ঢাকা-১২১২                                                                                              (প্রমোদ খীসা)

                                                                                                            চেয়ারম্যান

                                                                                                       ৩নংবুড়িঘাট ইউ,পি

                                                                                                      নানিয়ারচর,রাঙ্গামাটি